নূর হোসেন দিবস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম রোববার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের কাছ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও শেখ হাসিনা শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বলে খোকন জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশেই বর্ষবরণের প্রস্তুতি চলছে।